ভর্তি যুদ্ধ


কিরে ভালো আছিস? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তা এখন কিসে পড়িস? ইন্টার ফার্স্ট ইয়ারে। ওহ আচ্ছা আচ্ছা, তার মানে তুই আগামী বছর যুদ্ধ করবি? এই বলে জিহাদ ভাইয়া একটা হাসি দিলেন। তবে আমি কিছু না বুঝে বোকার মতো হাঁসতে লাগলাম, ভাইয়াকে বললাম “ভাইয়া কি বললেন? ঠিক বুঝলাম না। তারপর ভাইয়া যা বললেন তা শুনে অনেকটা শিউরে উঠলাম। উনি বললেন, প্রতি বছর ইন্টার এক্সামের পরে একটা যুদ্ধ হয়, আর ঐটা হলো ভালো ভার্সিটিতে ভর্তি যুদ্ধ। যুদ্ধ এইজন্য বললাম যে, কোনো একটা ভালো ভার্সিটিতে এডমিট হতে দেশের প্রায় সবারই স্বপ্ন থাকে, সবাই যার যার মতো প্রস্ততি নেয় কিন্তু ভর্তি এক্সামের পরে যেই রেজাল্ট আসে তাতে অনেকের মুখে থাকে সোনালি হাসি আর অনেকজনের চোখ থেকে পড়ে বারিধারার মতো অশ্রু। এইখান থেকে একটা জিনিস দেখা যায় আর তা হলো, ১০ম শ্রেণিতে জীববিজ্ঞানে বাস্তুসংস্থান পাঠে একটা লাইন পড়েছিলাম যে, “যোগ্যতমের জয় হয়”। এক্সামের ফলাফল পাওয়ার পর যারা আশানুরূপ ফল পায় নিঃসন্দেহে তারা ওদের থেকে যোগ্য যারা ভালো করতে পারেনি। ভাইয়া কথাগুলো বলছেন আর আমি মনে মনে বলছি হায় আল্লাহ এই অবস্থা নাকি? আর আমি প্রায় একবছর সময় শেষ করে ফেললাম ইন্টার লাইফের কিন্তু আমার প্রস্তুতির তো চরম বেহাল অবস্থা। ভাইয়া বললেন কিরে তোর তো বুয়েটে পড়ার ইচ্ছা , তা প্রিপারেশন নিচ্ছিস তো ঠিক মতো? আমি আমতা আমতা করে বললাম ইয়ে মানে মোটামুটি ভাইয়া। ভাইয়া বললেন না না এইরকম হলে তো হবে না, সব ভার্সিটি এক্সামের মধ্যে আমার জানামতে বুয়েটেই সবচেয়ে বেশি কম্পিটিশন হয় কিন্তু আসন থাকে ৮৫০০ থেকে সামান্য কম বেশি, তার বিপরীতে লড়ে সারা বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা। এইকথা শুনে আরো ভয় পেয়ে গেলাম আর ঐসময়ই প্রতিজ্ঞা করলাম যেই একটা বছর আছে ঐটা ভালোভাবে কাজে লাগানোর।


ভাইয়ার শেষ কথাটি ছিলো, “কিরে পারবি না নিজেকে যোগ্য করে গড়ে তোলতে?” হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া, দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে ভালোভাবে লেখাপড়া কর, তবে শোন শুধু ভার্সিটি ভার্সিটি করলেই হবে না আগে অবশ্যই তোকে একাডেমিক এক্সাম মানে এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করতে হবে, তা না হলে নিজের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে পূরণ হবে না, কারন অনেক ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পূর্ব শর্ত থাকে এইচএসসিতে ভালো রেজাল্ট থাকা। আমার ফ্রেন্ড হানজালা আছে না? ওর খুব ইচ্ছা ছিলো বুয়েটে পড়ার কিন্তু এইচএসসিতে ম্যাথে প্লাস মিস হওয়ার কারণে পরীক্ষা পর্যন্ত দিতে পারে নাই। আর শোন তোর ছোট ভাইটা আছে না? ও তো মনে হয় এইবার এসএসসি পরীক্ষা দিবে, ওকে বলিস ভালো ভাবে পড়ার জন্য কারন ভর্তি যুদ্ধের প্রস্তুতির জন্য তো ভালো একটা যুদ্ধের ক্ষেত্র লাগবে, তাই না? মানে ভালো একটা কলেজে আগে ভর্তি হতে হবে। আচ্ছা ঠিক আছে যাইরে আজকে, দেখা হবে আবার, আল্লাহ হাফিজ। আচ্ছা ভাইয়া আস্‌সালামুয়ালাইকুম।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.