আপনার পিসিকে কিভাবে দ্রুত গতির করবেন?

পিসি ধীর গতির হয়ে যাওয়া একটা অনেক স্বাভাবিক প্রবলেম, কিন্তু আপনার সামান্য কয়েকটি বিষয়ে সচেতনতা আপনাকে এই প্রবলেমটি থেকে রেহাই দিতে পারে। তো আমি আজকের শুরু করা এই বিষয়টিকে আমি কয়েকটি ধাপে ভাগ করবো। ধাপগুলো নিচে দেওয়া হলোঃ-

১। আপনার পিসির ডেস্কটপে সব সময় চেষ্টা করবেন যত সম্ভব কম কন্টেন্ট রাখতে। অনেক সময় দেখা যায় অনেকে তাদের ডেস্কটপে অনেক গুলো সফটওয়্যার নিয়ে এসে রেখে দেন, তো এটার ফলে আপনার পিসি ধীর গতির হতে পারে।


২। এখানে আমি কিছু সাধারণ বিষয়ের কথা বলবো।

আমরা যখন পিসিটি অন করি তার পর আপনি পিসিটাকে স্বাভাবিকভাবে অন হতে দিন,যদি কোনো সফটওয়্যার থেকে থাকে যেগুলো পিসি অন হওয়ার সাথে সাথে অন হয় তাহলে আগে ঐগুলার লাঞ্চ করা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৩। আপনার পিসির রান অপশনটির সাথে আশা করি অনেকেই পরিচিত, তো আপনি যেসময় আপনার পিসিটি অন করবেন তারপর সফটওয়্যার গুলো লাঞ্চ হওয়ার পর আপনি উইন্দোজ+আর (win key+r) বাটনে চাপ দিলে রান অপশন আসবে তারপর যে ব্লাংক বক্স আছে ঐটাতে কয়েকবার run লিখে Enter বাটনে ক্লিক করবেন। এই রকম কয়েকবার করুন,যে সময় দেখবেন যে দ্রুত গতিতে কালো বক্সের লেখাগুলো চলে যাচ্ছে ঐ সময় run লিখা অফ করে দেন। তারপর ঐ ব্লাংক বক্সে লিখবেন prefetch লিখার পরে Enter কি চাপবেন, তারপরে একটা ফাইল ওপেন হবে, ঐ ফাইলে যতোগুলো ফাইল আছে সবগুলো ডিলিট করে দিন (এইগুলোর কারনে পিসি ধীর হয়ে যায় অনেক সময়) তারপর আবার লিখবেন %temp% আবার Enter তারপর আগের মতো করেই একটি ফাইল ওপেন হবে ঐটাও আগের মতো ডিলিট করে দিন।

৪। ধীর গতির পিসি দ্রুত করার জন্য আপনি আপনার ডিস্ক ক্লিন আপ করতে পারেআ।এর ফলে অনেকসময় স্পিড বাড়ে পিসির। ডিস্ক ক্লিন আপ বলতে এইখানে স্বাভাবিকভাবে পিসিতে যে C Drive আছে ঐটা ক্লিন আপ করার কথা বলতেছি।


৫। যে সফটওয়্যার গুলো বা ফাইল গুলো আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হয় ঐগুলো তাড়াতাড়ি ডিলিট করে দিবেন। এর ফলে পিসি ধীর গতির হবেনা।



উপরের স্টেপ গুলো ফলো করলে আশা করবো যে আপনারা আপনাদের পিসি ধীর হয়ে যাওয়া প্রবলেম থেকে মুক্তি পাবেন



আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ

2 comments:

Theme images by Jason Morrow. Powered by Blogger.